নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর থানার অফিসার ইনচার্জ শাহীন মন্ডল বলেছেন, আমি ২০০০ সাল থেকে দেশের বিভিন্ন থানায় ওসির দায়িত্ব পালন করছি। কোথাও কোন বদনাম হয়নি। মানুষ যেমন কর্ম করবে তাকে তেমনি ফল ভোগ করতে হবে। এই পৃথিবীতে মানুষ তার কৃত কর্মের মধ্যেই আজীবন বেঁচে থাকবে। এই দুনিয়াটা হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র। যেমন রোপন করবেন তেমন ফল হবে।
১৬ এপ্রিল সোমবার বিকেলে লক্ষনখোলা নুর কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে ২৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশ আয়োজিত সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও মাদক বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিক ২৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ¦ মোহাম্মদ সাইদুর রহমান লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার ওসি(তদন্ত) হারুনুর রশিদ,বন্দর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক তথা ২৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, ২৫নং ওয়ার্ড আ:লীগের সভাপতি শাহআলম।
তিনি আরো বলেন, আমি এই বন্দর থানায় দায়িত্ব গ্রহনের পর পরই সাংসদ সেলিম ওসমান ও শামীম ওসমান উভয়ই আমাকে মাদকের বিরুদ্ধে কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তারা আমাকে বলেছেন যদি কোন মাদক ব্যবসায়ী দলীয় লোকও হয়, ব্যবস্থা গ্রহন করবেন, কোন নেতার সুপারিশ চলবে না।
আমার জানা মতে, মাহমুদনগর এলাকায় মাদকের খুবই ছড়াছড়ি ছিল আজকে সেখানে ৯৫ ভাগ মাদকের প্রভাব কমে গেছে। এলাকাবাসী এগ্রেসিভ হলে কারো বাবার ক্ষমতা নেই মাদক বিক্রি বা সেবন করার। ২৫নং ওয়ার্ডের জনগন খুবই শান্তি প্রিয়। আমি আপনাদের কাছে ওয়াদা করে গেলাম বন্দরে হয় মাদক থাকবে না হয় আমি থাকব। এই এলাকা থেকে মাদক নির্মূলে পরিবার থেকেই সোচ্চার হতে হবে। আপনাদের সন্তান কখন কোথায় যায়,মাদকের আসরে কিংবা জোয়ার আসরে গেল কিনা সেদিকেও আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন, সোহাগপুর টেক্সাইল মিলস্ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আবুল হাসেম,২৫,২৬ ও ২৭নং ওয়ার্ড সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ইসরাত জাহান মায়া,মুছাপুর ইউনিয়ন আ:লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মেম্বার বন্দর থানা প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, দৈনিক যুগান্তর পত্রিকার বন্দর প্রতিনিধি আতাউর,২৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক সৈয়দ আহম্মেদ,দক্ষিন লক্ষনখোলা সপ্রাবির অভিভাবক সদস্য রুহুল আমিন,বকুল আলম,রুহুল আমিন রাহুল প্রমূখ।