নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ধামগড় গ্রামে সীমানা নিয়ে বিরোধের জের ধরে চাঁচা ভাতিজাকে কুপিয়ে জমখ করার অভিযোগ উঠেছে।
সূত্রে জানা যায়, ধামগড় গ্রামের মো. নুরুল ইসলাম (৬০) ও তার ভাতিজা মেহফুজ আলম (৩০) এর বাড়িতে গিয়ে, একই এলাকার মৃত মিন্নত আলীর ছেলে নব্য ক্যাডার আমিনুল ইসলাম (৪৫) ও আমিনুল ইসলামের দুই ছেলে সাদেকুল ইসলাম অপু(২৪), ফরহাদ আলম সানী (২২) এবং লেডি সন্ত্রাসী আমিনুল ইসলামের স্ত্রী আসমা বেগম (৪২) সহ অজ্ঞাত বেশ কয়েক সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শুক্রবার সাড়ে ৫টায় হামলা চালায়।
সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত হয় নুরুল ইসলাম ও তার ভাতিজা মেহফুজ আলম।
সরেজমিনে দেখা যায়, সন্ত্রাসীদের ধারালো চাপাটির আঘাতে নুরুল ইসলামের মাথায় ও হাতে জখমের চিহ্ন। অপর দিকে তার ভাতিজা মেহফুজ আলমকে, হত্যার উদ্দেশ্যে ১ নং বিবাদী আমিনুল ইসলাম চাপাটি দিয়ে মাথায় কোপ মারিলে, বাম হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে মেহফুজের বাম হাতে জখমের চিহ্ন দেখা গেছে।
তাছাড়া, শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসীরা নুরুল ইসলামের পকেটে থাকা নগত ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরে নুরুল ইসলামের ছেলে মো. মাহবুব আলম শুক্রবার সন্ধায় থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।