বন্দরে শ্রমিকদের দীর্ঘ দিনের দন্দের সমাধান করলেন খান মাসুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( বন্দর প্রতিনিধি ) : বন্দর বেবী স্ট্যান্ড  টু কলাগাছিয়া  সড়ক লাইনে চলাচলরত বেবী-সিএনজির  সাথে ব্যাটারি চালিত ইজি বাইকের লাইন নিয়ে দীর্ঘ দিন ধরে লেগে থাকা  দন্দের সমাধান দিলেন বন্দর বেবী-সিএনজি শ্রমিক সমবায় সমিতির সভাপতি খান মাসুদ। ৩ ডিসেম্বর শনিবার দুপুরে কলাগাছিয়া বাজার সংলগ্ন ক্লাবে এক বৈঠকে স্থানীয় মেম্বার তছলিম মিয়া এবং এলাকার পঞ্চায়েতের লোকজন ও  গন্যমান্যদের উপস্থিতিতে উভয় পক্ষের অভিযোগ শুনে এসকল সমস্যার সমাধান দেন তিনি।

এসময় উভয় পক্ষের উদ্দেশে খান মাসুদ বলেন, সকল ভেদাভেদ ভুলে যাত্রীদের যাতায়াতের সার্থে সংঘঠনের নিয়মনীতি মেনে সুশৃঙ্খল ভাবে সবাই মিলেমিশে গাড়ি চালাবেন। আপনাদের দন্দের কারনে যেন যাত্রীরা ভোগান্তির শিকার না হয়। আর যাত্রীদের  সাথে সবসময় ভালো আচরণ করবেন মনে রাখবেন তাদের যাতায়াতের ভাড়ায় আপনাদের সংসার চলে যাত্রীরা আপনাদের লক্ষী তাদের কাছথেকে অতিরিক্ত ভাড়া আদায় করবেননা।  অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ভোলানাথ দাস, ববেী সিএনজি মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ জসিম মাতবর, শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, কোষাধ্যক্ষ মোঃ দিল ইসলামসহ শ্রমিকবৃন্দ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত