বন্দরে শোক দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক প্রস্তুতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দও সংবাদদাতা ) : জাতীয় শোক দিবস। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় অধ্যায়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী। এ উপলক্ষে বুধবার ( ১৫ আগস্ট) সকাল ১০টা থেকেই ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে বন্দর উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী জানান, অত্যন্ত ভাবগাম্ভির্য্যরে মধ্য দিয়ে সরকারী কর্মসূচীর সাথে সমন্বয় রেখে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। ১৫ আগস্ট উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা চত্বরে শোক র‌্যালী, ১১টায় থাকবে আলোচনা সভা, ১১টা ৩০মিনিটে থাকছে পুরস্কার বিতরনী ও ঋৃন বিতরন, সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।

add-content

আরও খবর

পঠিত