নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে শীতলক্ষ্যা নদীতে ডুবে কামাল হোসেন (১৯) নামের এক হোসিয়ারী শ্রমিক নিখোঁজ হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টায় একটি যাত্রীবাহি ট্রলার থেকে নদীতে লাফিয়ে পড়ে সে নিখোজ হয়। ঢাকা ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ডুবুরী দল ঘটনাস্থলে এসে তল্লাশি অভিযান শুরু করেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ কামাল হোসেন শহরের নয়ামাটি এলাকার একটি হোসিয়ারীতে কাজ করতো বলে জানা গেছে।
নারায়ণগঞ্জের বন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টায় কামাল হোসেন ও তার জমজ ভাই জামাল হোসেন বন্দর খেয়াঘাট থেকে যাত্রীবাহি একটি ট্রলারে উঠে শহরের ফিরছিলেন। ট্রলারটি শীতলক্ষ্যার মাঝামাঝি স্থানে গেলে একটি গম বোঝাই জাহাজ দ্রুতবেগে আসছিল।
এতে নদীতে প্রবল ঢেউ সৃষ্টি হলে জাহাজের সঙ্গে ট্রলারের মুখোমুখী সংঘর্ষের আশঙ্কায় কামাল হোসেন ও সুমন নামে আরো এক যাত্রী জীবন বাঁচাতে নদীতে লাফিয়ে পড়ে। এ সময় কামালের ভাই জামাল হোসেন তাদেরকে উদ্ধার করতে নদীতে লাফিয়ে পড়েন।
তিনি সুমনকে উদ্ধার করতে পারলেও নিজ জমজ ভাই কামাল হোসেন নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ থাকে। খবর পেয়ে বন্দর ও শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে উদ্ধার অভিযান চালায়। পরে ঢাকার ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ৫ সদস্যের ডুবুরী দল ঘটনাস্থলে এসে তল্লাশি অভিযান শুরু করে।
রাত সাড়ে এগারোটায় শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। তবে নিখোঁজ কামালের কোন সন্ধান মেলেনি। তিনি জানান, নিখোঁজ কামাল হোসেনের সন্ধান না পাওয়া পর্যন্ত তাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।