বন্দরে মাদ্রাসা শিক্ষকের বাড়ি নির্মাণে বাধা ও মারধর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরের মদনপুর ইউনিয়নে অবস্থিত রিয়াজুল উলুম আলিম মাদ্রাসায় প্রায় ২১ বছর যাবৎ শিক্ষকতা পেশায় নিয়োজিত শিক্ষক আলী ইমাম (৪৫) এর বাড়ি নির্মাণে একটি স্বার্থান্বেষী মহল নিয়মিতভাবে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করছে এবং চাঁদা না দেয়ায় বিভিন্ন তালবাহানায় তার বাড়ি নির্মাণ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার শিক্ষক আলী ইমাম বাদী হয়ে মদনপুর ইউপির ১নং ওয়ার্ডের মদনপুর উত্তরপাড়া-কেত্তারবাগ এলাকার মৃত আলী আকবরের ছেলে ডালিম (৩২), রমজান (৩০), মোজাম্মেল (২৮) ও খোকন (২৬) কে অভিযুক্ত করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও শিক্ষক আলী ইমামের সাথে কথা বলে জানা যায়, বহু কষ্টে দিনাতিপাত করে ক্ষুদ্র সঞ্চয়ের টাকা দিয়ে তিনি অত্র কেত্তারবাগ এলাকায় ২ শতাংশ জায়গা কিনেছেন। প্রভিডেন্ট ফান্ডের বিপরীতে ঋণ নিয়ে তিনি বিল্ডিং নির্মানের কাজ হাতে নেবার পর থেকেই পাশের বাড়ির মরহুম আলী আকবরের ছেলে ডালিম, রমজান, মোজাম্মেল ও খোকন তাকে ১ লক্ষ টাকা চাঁদার দাবীতে নিয়মিত বিরক্ত করছে এবং চাঁদা না দিলে তারা নানান তালবাহানা করে নির্মাণ কাজ বন্ধ করে দিচ্ছে।

বিষয়টি ২বার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে স্থানীয়রা মীমাংসা করে দিলেও তারা বেপরোয়াভাবে আলী ইমামের কাজে বাধা দিয়ে যাচ্ছে। সর্বশেষ মঙ্গলবার দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আরও অজ্ঞাত কয়েকজন যুবককে নিয়ে তারা নির্মাণ কাজে বাধা প্রদান করে এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শিক্ষক আলী ইমামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে কিল-ঘুষি মেরে শরীরের কয়েক জায়গায় নিলাফুলা ঝখম করে। বিবাদীরা বাদী আলী ইমামকে চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন এবং যারা তাদের বাধা দিতে আসবে তাদের পা কেটে ফেলার হুমকি দেন। তারা নির্মাণ কাজে নিযুক্ত মিস্ত্রী আল আমিনের টুটি ছিড়ে ফেলবে বলেও হুমকি ও ধমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে বন্দর থানার ওসি শাহীন মন্ডল জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত