বন্দরে মদিনা ষ্টেশনারী আগুনে পুড়ে ছাই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে মদিনা ষ্টোর নামে একটি ষ্টেশনারী দোকান আগুনে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাতনামা দুবৃত্তরা। শুক্রবার গভীর রাতে বন্দর রেললাইন বাবরী জামে মসজিদ মার্কেটে এ নাশকতার ঘটনাটি ঘটে। এ অগ্নিকান্ডে ষ্টেশনারী দোকানে থাকা কম্পিউটার, সিমকার্ড, ল্যাপটপ, মোবাইল সেট ও নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার আনুমানিক রাত ১টা ৪০মিনিটে বন্দর বাসষ্ট্যান্ডের অদূরে রেললাইন বাবরী জামে মসজিদ মার্কেটে মদিনা ষ্টোরে আকস্মিক আগুন লেগে যায় । আগুনের ফুলকি দেখে পাশ^বর্তী চায়ের দোকানী কাদির মিয়া ওই মার্কেটের নাইট গার্ড খাজা মিয়াকে খবর দিলে তিনি ১০ মিনিট পর মদিনা ষ্টোরের মালিক আলমগীরকে সংবাদ দেয়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পূর্বেই ১০ মিনিট প্রচেষ্টার পর আগুন নিবারন করতে সক্ষম হয়।

মদিনা ষ্টোরের মালিক আলমগীর জানায়, এ অগ্নিকান্ড সহসাই সংঘটিত হয়নি। আমি নিশ্চিৎ ইর্ষাাম্বিত হয়ে অজ্ঞাতনামা কেউ এ নাশকতা ঘটিয়েছে। আর দীর্ঘদিন ধরে রেললাইন বাবরী জামে মসজিদ মার্কেটের নাইট গার্ড রাজা মিয়া তার দায়িত্ব পালণে অবহেলা করে আসছে। তার গাফিলতিতে আজ আমার এত বড় ক্ষতি হয়ে গেল। আমি বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে কষ্টার্জিত অর্থ দিয়ে তিলে তিলে এ ষ্টোরটি গড়ে তুলেছিলাম। এখন আমি সর্বশান্ত হয়ে গেছি। এ ব্যাপারে ষ্টোরের মালিক আলমগীর বাদী হয়ে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেন। যার নং-৫৭০,তাং-২১-০৭-২০১৮ইং।

add-content

আরও খবর

পঠিত