নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ভেজাল জুস, আচার ও চিপস তৈরীর কারখানায় অভিযান চালিয়ে কোম্পানীর মালিক মনির হোসেন(৩৫)কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। শনিবার দুপুরে বন্দর ইউনিয়নস্থ চৌধুরীবাড়ী এলাকায় নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটককৃত মনির হোসেন চৌধুরীবাড়ী এলাকার কাসেম মিয়ার ছেলে।
পরে তাকে বন্দর উপজেলা পরিষদে সোপর্দ করলে ভ্রাম্যমান আদালত ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ও ভেজাল ১০ বস্তা মালামাল অগুনে পুড়িয়ে ধ্বংস করে। বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী মোবাইল কোর্ট বসিয়ে এ সাজা প্রদাণ করেন।
জানাগেছে, বন্দর চৌধুরীবাড়ী এলাকায় ভেজাল জুস, আচার ও চিপস তৈরীর কারখানার মালিক মনির হোসেন বিএসটিআই অনুমোদন বিহীণ শিশুদের ভোজ্য চিপস, আইসক্রিম, আচার, জুসসহ বিভিন্ন সামগ্রী লোভনীয় মোড়ক ব্যবহার করে বাজারজাত করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই পংকজ ও এএসআই জাকিউল সঙ্গীয় ফোর্স বিশেষ তৎপরতায় ভেজাল কারখানায় অভিযান চালিয়ে ১০বস্তা ভেজাল মালামালসহ মনির হোসেনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০হাজার টাকা জরিমানা প্রদান করে ও ভেজালকৃত মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে।