বন্দরে ব্যবসায়ীকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ব্যবসায়ী আলীম মিয়াকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। রোববার সকালে মো. আলিম বাদী হয়ে ৫ জনকে আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন বন্দর থানাধীন ১ নং কল্যান্দী নয়ানগর এলাকার মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে মো. জালাল,সালাহউদ্দিন মিয়া, একই এলাকার মৃত আওয়াল মিয়ার ছেলে মো. জনি, মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে মো. কবির, মো. মহসিন।

জানা গেছে, নয়ানগর এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে মো. আলীম মিয়া দীর্ঘদিন যাবৎ মাধবপাশা মৌজাস্থ এস এ-৩২০, আর এস-৩৯৯নং দাগে ২৫শতাংশ বাড়ির জমি পৌত্রিক ওয়ারিশ মতে ভোগদখল করে আসছে। এমতাবস্থায় উল্লেখিত বিবাদীরা প্রায়ই এই সম্পত্তির অংশিদার দাবি করে নানা হুমকি-ধামকি প্রদর্শন করত।  এরই প্রেক্ষিতে গত ১৫ই জুলাই  আলীম তার পৈত্রিক  সম্পত্তিতে বাড়ি নির্মান কাজ শুরু করলে উল্লেখিত সন্ত্রাসীরা বাড়ির ভেতরে ঢুকে নানা অশ্লীল ভাষায় গালমন্দ করে। একপর্যায় তারা বিল্ডিং নির্মানে নিষেধ করে তারা আলীমের সাথে মারমূখি আচরন করে। এসময় তারা নির্মান কাজ স্থগিত করে পরবর্তীতে এ কাজ পুনরায় চালু হলে আলীমকে খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। এব্যাপারে বন্দর থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।

add-content

আরও খবর

পঠিত