বন্দরে ব্যবসায়ীকে মামলা তুলে নিতে হুমকি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বন্দরে ব্যবসায়ী শাহিন (৩০) হত্যার চেষ্টা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে মাদক-সন্ত্রাসী আনিস বাহিনী। মামলা দায়েরের ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও আসামীদের গ্রেফতার করতে পারেনি বন্দর থানা পুলিশ। তবে এ হুমকির ঘটনায় গতকাল রাতে বন্দর থানায় সাধারণ ডায়েরী করেছে ব্যবসায়ী শাহিন।

এদিকে মামলার প্রধান অভিযুক্ত আনিসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানাগেছে। মামলা গুলো হলো, সোনারগাঁ থানার এফআইআর নং-২৬/৭৩২, তাং- ১০-১২-১৭ ইং ১৯ (১) এর  (ক) ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রন আইনের মামলার এজাহার ভুক্ত, বন্দর থানার এফআইআর নং-৪৩, তাং- ২৫/০৬/২০১২ ইং ধারা- ৭/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী-২০০৩ মামলার এজাহারভুক্ত, বন্দর থানার এফআইআর নং-১৮ তাং-১৭/০৫/২০১০, ধারা-২৫বি-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলার এজাহারভুক্ত আসামী এবং সর্বশেষ গত শনিবার ব্যবসায়ী শাহিনকে হত্যার চেষ্টা মামলায় প্রধান আসামী সনন্ত্রাসী আনিস, (২) আমজাদ, (৩) দেলোয়ার, সর্ব পিতা : মোতালিব, (৪) মোতালিব পিতা : মৃত ফজলে রহমান ও আরামান, পিতা : দেলোয়ারসহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগী শাহিন জানায়, মামলা তুলে নেয়ার জন্য আনিস ও তার বাহিনী আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে অব্যাহত হুমকি দিচ্ছে। তারা দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রয়সহ বিভিন্নর অপকর্ম করে আসছে। এনিয়ে তাদের বিরুদ্ধে সোনারগাঁ ও বন্দও থানায় ৭/৮ টি মামলা রয়েছে। ঘটনার ৩ দিন পার হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। এতে করে আমার পরিবার খুবই নিরাপত্তায় ভুগছি। আমাদের দাবী আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের অওতায় আনা হোক।

এ ব্যপারে বন্দর থানার ওসি শাহিন মন্ডল বলেন, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও ব্যবসায়ী শাহিনকে হত্যার চেষ্টা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে মাদক-সন্ত্রাসী আনিস বাহিনী এ ব্যপারে একটি জিডি হয়েছে।

প্রসঙ্গত, বন্দরে বালু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসী আনিছ বাহিনীর সদস্যরা দেশী বিদেশী অস্ত্র দিয়ে অতর্কীত হামলা চালিয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় বন্দর উপজেলার ফুলহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

add-content

আরও খবর

পঠিত