বন্দরে নাশকতা মামলায় কাউন্সিলর হান্নান গ্রেপ্তার

নারায়নগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি  ) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তথা ২১নং ওয়ার্ডের দুই দুই বারের জনপ্রিয় কাউন্সিল আলহাজ্ব হান্নান সরকার (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে থানার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত বিএনপি নেতা হান্নান সরকার বন্দর থানার ৯৬নং শাহীমসজিদ এলাকার মৃত আশ্রাব আলী সরকারের ছেলে।

বন্দর থানা অফিসার ইনর্চাজ শাহীন মন্ডল গনমাধ্যমকে জানিয়েছে, গত ৪ ফেব্রুয়ারী নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের উপর হামলার মামলায় বিএনপি নেতা কাউন্সিলর হান্নান সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য,৪ ফেব্রুয়ারী ভোরে  বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা নাশকতার জন্য নবীগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান করে গাছ পালা রাস্তায় ফেলে রেখে। সংবাদ পেয়ে তৎসময়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে রাস্তা থেকে গাছ সড়ানোর জন্য বলে। এতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বন্দর থানায় ৭(২)১৮ নং মামলা দায়ের করে।

add-content

আরও খবর

পঠিত