নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদের বিআরডিবি হল রুমে বন্দর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ।
বাংলাদেশ তথ্য কমিশনের সচিব মো. মজিবুল হুসাইন বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ এবং জনগনের তথ্যের অধিকার নিশ্চিতকরনের নিমিত্তে তথ্য অধিকার আইন প্রণীত হয়েছে। বাংলাদেশের যে কোন নাগরিক যে কোন সরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আবেদন দাখিল করে তথ্য সংগ্রহ করতে পারবেন।
বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী সভাপতিত্বে তথ্য প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. ফারুক আহাম্মেদ, বন্দর উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা. আব্দুল কাদের, বন্দর উপজেলা প্রকৌশলী রাজিউল্ল্যাহ, বন্দর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাহাবুবুর রহমান, সমবায় কর্মকর্তা মোর্শেদা মমতাজ, কৃষি কর্মকর্তা মোস্তফা এমরান, পল্লী সঞ্চয় ব্যাংক এর ব্যবস্থাপক আমান উল্ল্যাহ, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক গোলাম কিবরিয়া, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল লতিফ হাওলাদার, মদনপুর ইউনিয়ন পরিষদের সচিব দিদার হোসেন প্রমুখ।