বন্দরে খানবাড়িতে ভাড়াটিয়াদের বিষয়ে সতর্কতামূলক আলোচনা সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দর খান বাড়িতে ভাড়টিয়াদের বিষয়ে আরো সতর্ক হতে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মহররম পবিত্র আশুরা উপলক্ষে রোববার বাদ যোহর মিলাদ ও দোয়া শেষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খানের সভাপতিত্বে আলোচন সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী বাবুল খান, দিলু খান, কাজল খান, সারোয়ার খান, জামান খান।

সভাপতির বক্তব্যে মোশারফ খান বলেন, আমাদের ঐতিহ্যবাহী খানবড়ির দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই ষড়যন্ত্রকারীরা সুপরিকল্পিতভাবে মাদক ব্যবাসায়ী সেন্ডিকেটের মাধ্যমে ভাড়াটিয়া সাজিয়ে বাসা ভাড়া নিয়ে আমাদের চোখে ধুলো দিয়ে নীরবে মাদক ব্যবসা চালিয়ে আসছে অথচ আমরা এর কিছুই জানিনা। কিছুদিন পূর্বে পুলিশের দুটি অভিযানে খান বাড়ি থেকে বিপুল পরিমানের মাদক উদ্ধার করেছে এটা আমাদের খান বাড়িরর জন্য লজ্জাজনক।

সেই ভড়াটিয়াদের রুম থেকে মাদক উদ্ধারের ঘটানোকে কেন্দ্র করে খান বাড়ির সুনাম ক্ষুন্ন করতে একটি মহল ভিবিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে । অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মোশারফ খান আরো বলেন, আমাদের খান বাড়ির সম্মান রক্ষার দায়িত্ব আমাদেরই তাই আগে আমাদের ঐক্যবদ্ধ এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাই বাসা ভাড়া দেয়ার আগে ভাড়িটিয়াদের ব্যাপারে আমাদের আরো সতর্ক হতে হবে।এছাড়াও খান বাড়ির সকলের সাথে স¤পর্ক দৃঢ় রাখতে প্রতি মাসে অন্ততপক্ষে দুদিন সবাইকে নিয়ে আলোচনা সভা করার আহ্বানও করেন তিনি।

এসময় বক্ত্যারা মোশারফ খানের আহ্বানে সাড়া দিয়ে তার সাথে একাত্মতা প্রকাশ করে ভাড়াটিয়াদের বিষয়ে নতুন করে কিছু নিয়ম নীতির প্রস্তাব রাখেন।

পরিশেষে খান বাড়ির কৃতি সন্তান বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক খান মাসুদ বলেন, কুচক্র মহলটি এতোদিন শুধু আমাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল এখন আমাদের পুরো খান বাড়ির ঐতিহ্য নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। তাই এই মুখোশধারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন মাদক ব্যবসায়ী, জঙ্গিসংগঠনসহ কোন অপরাধীরা যেন আমাদের খান বাড়িতে আশ্রয় নিতে না পারে সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আয়ুব খান, চঞ্চল খান, সারোয়ার খান, লিটন খান, মিঠু খান, জামান খান, সাইদুর খান, পল খান, সাদ্দাম খান, মেহেদি খান, হিমেল খান, জুবায়ের খান, হাফেজ মোঃ নাঈম খান, রাতুল খান প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত