নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ক্যান্সার রোগী ও অসহায়দের পাশে দাড়ালেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধাণ। সম্প্রতি তার কার্যালয়ে এনে অসহায় ওই দুই পরিবারের সদস্যের বিচিত্র জীবনের কাহিনী শ্রবণ করে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এর মধ্যে একজন হচ্ছে কদমরসুল মাঠপাড়া এলাকার দিনমজুর আবদুর রহমান মিয়ার ছেলে সিনহাদ। কিশোর সিনহাদের সঙ্গে তিনি আলাপ করে জানতে পারেন তার পেটে প্রথমে একটি টিউমার হয়। পরবর্তীতে সেটি ক্যান্সারে গড়ায়। টাকার অভাবে সে চিকিৎসা করাতে পারছেন না। বিষয়টি জানতে পেরে কাউন্সিলর দুলাল প্রধাণ তাকে চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা সাহায্য দেন।
অপরদিকে একটি সেলাই মেশিন দেয়া হয় আরো এক দু:স্থ পরিবারের একমাত্র কর্মক্ষম নারী বিউটিকে। বিউটির অভাব অনটনের সংসারের বিষয়টি বিবেচনা করে তার পরিবারের জীবিকা নির্বাহের জন্য একটি সেলাই মেশিন প্রদান করেন। দুলাল প্রধাণের মহানুভবতা গোটা ২৩নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে।
অনেকেই মন্তব্য করেন, অসহায় মানুষের পাশে দাড়ানোটাই সত্যিকার জনপ্রতিনিধির দায়িত্ব।