বন্দরে এক সন্তানের জননীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে গলায় ওড়না পেচিয়ে আসমা বেগম(২৬) নামে এক গৃহবধু আত্বহত্যা করেছে। ৩০ আগস্ট বুধবার দুপুর ১২টায় থানার হাজীপুর এলাকায় পারিবারিক কলহের জের ধরে এ আত্বহত্যার ঘটনাটি ঘটে। নিহত গৃহবধু আসমা বেগম এনায়েত নগর এলাকার আসাদ মিয়ার স্ত্রী ও হাজীপুর এলাকার তালেব মিয়ার ভাড়াটিয়া। এ ঘটনায় বন্দর থানায় নিহতের ভাই আবু বকর বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

এ ব্যাপারে স্থানীয়রা জানায়,নিহত গৃহবধু আসমা বেগম ও তার স্বামী আসাদ মিয়া হাজীপুর তালেব মিয়ার ভাড়াবাড়িতে বেশ কিছুদিন যাবত বসবাস করে আসছিল। নিহত আসমা বেগম আসাদের ২য় স্ত্রী। ১ম স্ত্রীর সাথে আসাদের যাতায়াতকে কেন্দ্র করেই প্রায়সময়ই স্বামী-স্ত্রীর মধ্যে বাক বিতন্ডা হত। তাদের দাম্পত্ত জীবনে একটি ফুটফুটে রাফিয়া(৫ মাস) নামে একটি কন্যা সন্তানও রয়েছে। এর ধারাবাহিকতায়,প্রতিদিনের ন্যায় হোসিয়ারী ব্যবসায়ী আসাদ তার ব্যবসায়  প্রতিষ্ঠানে রওয়ানা হয়। স্ত্রী আসমা ঘরের মধ্যে কেউ না থাকায় তার ৫মাসের শিশু কন্যাকে ঘুম পাড়িয়ে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্বহত্যা করে। দুপুর ১২টায় শিশু কন্যাটির চিৎকাওে শুনে প্রতিবেশিরা ঘরের দরজা ভেঙ্গে জুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।

এ ঘটনায় বন্দর থানার এসআই আলমগীর জানান,স্বামী-স্ত্রীর মধ্যে মিল ছিলনা। তাদেও পারিবারিক কলহের কারনে এ আত্বহত্যার ঘটনা ঘটেছে। ময়না তদন্তের প্রতিবেদনে ভিন্ন কিছু পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত