বন্দরে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ): নারায়ণগঞ্জের বন্দরে ভাষাগত ভাবাবেগ ও যথাযথ মর্যাদায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।

শুরুতেই ১২টা ১মিনিটে বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে বন্দর থানার অফিসার ইনচার্জ একেএম শাহিন মন্ডলের নেতৃত্বে বন্দর থানা প্রশাসন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাজী নাছিরের নেতৃত্বে শহীদ বেদীতে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়।

এরপর পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন,বন্দর থানা আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ,বন্দর থানা প্রেসক্লাব,শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাব,বন্দর থানা সমিতি,জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বন্দর থানা শাখা,বাংলাদেশ গণসংহতি আন্দোলন বন্দর শাখা,ইসলামী ছাত্র সেনা বন্দর থানা শাখা,মাহমুদনগর মাদক নির্মূল কমিটি,বন্দর উপজেলা ক্রীড়া কল্যাণ পরিষদ,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক পরিষদ বন্দর থানা শাখা,সোনাকান্দা শান্তিকামী তরুন সংগঠন,রাজবাড়ী যুব সংগঠন,নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি নারায়ণগঞ্জ মহানগর শাখা,আবাবিল যুব সংগঠন,নূরবাগ যুব সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে।

add-content

আরও খবর

পঠিত