নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর থানায় এপ্রিল মাসে দস্যুতা, অপহরণ সহ সর্বোমোট ৭২ টি মামলা রুজু করা হয়েছে। যা আগের মাসের অপেক্ষা ১৩টি হ্রাস পেয়েছে। প্রাপ্ত তথ্যানুসারে এ মাসে ১ টি দস্যুতা, ১টি চুরি, ১ টি নারী ও শিশু নির্যাতন আইনে, ৪৮ টি মাদক আইনে, ২ টি ইউ ডি মামলা এবং ১৯ টি অন্যান্য মামলা এন্ট্রি করা হয়েছে।
এসব মামলায় সর্বোমোট ১২৬ জনকে গ্রেফতার করা হয় এছাড়া জি আর, সি আর ও সাজাপ্রাপ্তসহ ৯৩ ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয়, ২ হাজার ৩শ ৯১ পিছ ইয়াবা ট্যাবলেট, ৫কেজি ৭শ ৫০ গ্রাম গাঁজা, ৪ গ্রাম হেরোইন ও ৫ বোতল ফেন্সিডিল। সদ্য বিদায়ী এপ্রিল মাসে ঘারমোড়া এলাকার সালাউদ্দিন উরফে চায়না হত্যা মামলার বেশ অগ্রগতি হয়েছে।
এই মাসে চায়না হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠানো হয়। এনিয়ে বন্দর থানা অফিসার ইনচার্জ একে এম শাহিন মন্ডলকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
এব্যপারে একেএম শাহিন মন্ডল জানান, মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোন আপোষ নেই। আমাদের সংকল্প হচ্ছে যেখানে মাদক সেখানে প্রতিরোধ। মাদক ব্যবসায়ীদের মূল উৎপাটনে বন্দর থানা পুলিশ জোরালোভাবে কাজ করে যাবে।
এদিকে বন্দর থানা অফিসার ইনচার্জ এ কে এম শাহিন মন্ডলের এধরনের উপযুক্ত পদক্ষেপে স্বস্থির নিঃশ্বাস নিচ্ছেন বন্দরবাসী, তাদের ধারণা পুলিশের এইধরনের তৎপরতায় মাদক ব্যবসায়ীরা বন্দর থানা থেকে লেজ গুটিয়ে পালাবে।