বন্দরের সিরাজদ্দৌল্লাহ ক্লাবের জায়গা দখলের চেষ্টা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের ঐতিহ্যবাহী সিরাজদৌল্লাহ ক্লাবের জায়গা টিনের বেড়া দিয়ে জবরদখল করেছে জাতীয়পার্টির নেতা জিন্নাহ ভূইয়া। তিনি ভূইয়া বাড়ির সকল লোকদের নিয়ে গতকাল বুধবার সকালে প্রভাব খাটিয়ে বন্দরের প্রায় ৮০ বছরের পুরনো সিরাজউদ্দৌলাহ ক্লাবের জায়গাটি দখল করে নেয়। এ নিয়ে গতকাল দিন ব্যাপী এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা গেছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী জানান, বন্দরের ঐতিহ্যের মধ্যে একটি বন্দর সিরাজদ্দৌল্লাহ ক্লাব। এ ক্লাব থেকে দীর্ঘ ৮০ বছরে বহু জাতীয় খেলোয়ার বেরিয়েছে। যারা দেশের সুনাম অর্জন করেছেন। জাতীয় খেলোয়ারের মধ্যে প্রয়াত সামাদ খান, প্রয়াত মোনেম মুন্না, নেয়ামত উল্লাহ মিয়া, বাবুল দাস, খোকন দাস, নাজিমুল ইসলাম পল্টুসহ অনেকে। এ সিরাজদ্দৌল্লাহ ক্লাব মাঠে দেশের বড় বড় রাজনৈতিক সভা সমাবেশসহ অনেজ জাতীয় অনুষ্ঠান হয়েছে।

গত ২ বছর পূর্বে সিটি করপোরেশন রাস্তা বড় করার কারণে ক্লাবটি ভেঙ্গে ফেলে। এবং সিটি করপোরেশনের উদ্যোগে তা পূর্ন নির্মানের বাজেট নেয়া হয়। ক্লাব ভবনটি ভাঙ্গার ফলে জায়গাটি খালি অবস্থায় থাকে। গত ২টি যাবত সিটি করপোরেশন ক্লাব ভবন নির্মানের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সংবাদ পেয়ে ক্লাব সংলগ্ন জাতীয়পার্টির নেতা জিন্নাহ ভূইয়া তার বাড়ির দলবল নিয়ে ক্লাবের জায়গাটি টিনের বেড়া দিয়ে জবর দখল করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী আরও জানান, জাতীয়পার্টির নেতা জিন্নাহ সরকারি ও ক্লাবের জায়গা দখল করে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের সুনাম এবং জাতীয়পার্টির বদনাম করার পরিকল্পিত পায়তারা করছে। এলাকাবাসী রক্ত দিয়ে হলেও এ ক্লাবের জায়গা দখল মুক্ত করবেন বলে অভিমত ব্যক্ত করেন।

এ ব্যপারে নাসিক ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ ভূইয়া জানান, বন্দরের ঐতিহ্য রক্ষায় যা করার তাই করব। যদি আমার নিজের ছেলেও হয় তবে তার বিরুদ্ধে প্রয়োজনে জেহাদ ঘোষনা করব। সিরাজদ্দৌল্লাহ ক্লাবের জায়গা জবর দখলের বিষয়টি মেয়রকে জানানো হয়েছে। তিনি বলেছেন যদি ২৪ ঘন্টার মধ্যে দখল ছেড়ে না দেয় তবে আমি নিজে এসে দখলমুক্ত করব এবং দখলকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেব। কারণ ক্লাবের জয়গাটি সরকারি। এ জায়গাটি সিটি করপোরেশনের নামে রেকর্ড রয়েছে। যারা দখল করেছে তাদের বাড়ির ভিতরেও আরও ৫ ফুট জায়গা সরকারি রয়েছে। সিরাজদ্দৌল্লাহ ক্লাব ভবনটি ৫ তলা করা হবে। ২য় তলায় ক্লাবের কার্যক্রম, ৩য় তলায় প্রভাজন পাঠাগার বাকি গুলি মাকের্ট করা হবে। এর সকল ব্যায় সিটি করপোরেশনের মাধ্যমে হবে।

এ ব্যপারে জাতীয়পার্টির নেতা জিন্নাহ ভূইয়া বলেন, ক্লাবের জায়গা ও আমাদের জায়গার এখনও কোন সীমানা নির্ধারণ হয়নি। গত মঙ্গলবার সিটি করপোরেশন এসে ক্লাবের জন্য জায়গা মেপে যাওয়ায় আমাদের জায়গা নির্ধারনের জন্য বেড়া দিয়ে আটকে রেখেছি। মাপজোপ হলে সিটি করপোরেশনের জায়গা থাকলে ক্লাব বা মার্কেট করবে। আমরা বহু বছর ক্লাবের বোঝা বইছি আর বইতে চাইনা। আমরা রোববারে মেয়রের সাথে বসে ড্রেনের পরে যতটুকু জায়গা সিটি করপোরেশনের আছে সেটুকু ফুটপাত বানিয়ে দিলে আমরা হাঁটতে পারব। কিন্তু বাড়ির পাশে ক্লাব হতে দেব না।

add-content

আরও খবর

পঠিত