নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর কলাবাগে আলী আহম্মদের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করায়, এতে প্রায় দশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। ৭ মে দিবাগত রাতে কেবা কারা বিষ প্রয়োগ করলে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ মৎস্য ব্যবসায়ী আলী আহম্মদ জানান, আমার পুকরে প্রায় পাঁচ লক্ষ রেনু পোনা ছিল। এছাড়াও কয়েক হাজার সাত মাস বয়সী রুই মাছ ও বিভিন্ন মাছ ছিল। ৮ মে সকালে পুকুরে গিয়ে মরা মাছ দেখে সাথে সাথে মাছ বাঁচানোর জন্য বিভিন্ন চেষ্টা করি। কিন্তু এতে কোন ফল পাইনি। বিষয়টি বন্দর থানাকে জানিয়েছি। পুলিশ এসে দেখে গেছে। যারাই এ ঘটনাটি ঘটিয়েছে তারা মানুষ কিনা এ বিষয়ে আমার সন্দেহ আছে।
এলাকা ঘুরে দেখা গেছে হাজার হাজার মানুষ মরা মাছ নিয়ে যাচ্ছে। সকলেই এ ঘৃন্য ঘটনার বিচার দাবী করেছে।
উলেখ্য, তমিজ উদ্দিন সরদারের সাড়ে পাঁচ বিঘা পুকুরে বিগত ৩৫ বছর যাবৎ লিজ নিয়ে দক্ষিণ কলাবাগের মৃত আলী হোসেনের ছেলে, আলী আহম্মদ মাছ চাষ করে জীবন নির্বাহ করে আসছে। খোঁজ নিয়ে জানা গেছে পুকুরের মালিকানা নিয়ে দ্বন্ধ আছে।