নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বৃহত্তর মাসদাইর ৮ নং ওয়ার্ডে যুবলীগ নেতা মো. আব্দুল গাফ্ফারের উদ্যোগে দোয়া মাহফিলটি আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন সিটি কর্পোরেশন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইকরাম হোসেন।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা ও করোনা ভাইরাস থেকে বাংলাদেশের জনগনসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে শিশুদের ও নেতৃবৃন্দদের নিয়ে কেক কাটা হয়।
বৃহত্তর মাসদাইর যুবলীগ নেতা মো. গাফ্ফারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কামাল হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. মতিউর রহমান প্রধান, সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, সহ-সভাপতি শাহজাহান মাদবর, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ খিজির আহমেদ, ইউপি সদস্য মো. জাকারিয়া জাকির, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা রাশেদ, আমির, খাজা, খলিল, আশরাফ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।