ফতুল্লায় ব্রাজিল বাড়ি!

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিশ্বকাপ ফুটবল শুরু হবে আর বাংলাদেশের আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্তদের মধ্যে উন্মাদনা শুরু হবে না এমনটা কি আর ভাবা যায়। আগামী ১৪ জুন রাশিয়ায় শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। কিন্তু মাসখানেক আগেই সুদূর বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে পড়েছে।

এদেশে আর্জেন্টিনা ব্রজিলের সমর্থন নিয়ে যা হয় তা হয়তো ওই দুটো দেশের মানুষও জানে না। বিশ্বকাপ শুরু হতেই উন্মাদনা শুরু হয়ে গেছে।

কিন্তু এর বাইরে একটু বেশি উন্মাদনাই এবার চোখে পড়লো ফতল্লায়। ফতুল্লার লালপুর এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন ওরফে টুটুল একজন ব্রাজিল ভক্ত। তিনি এতটাই ভক্ত যে নিজের ৬ তলা বাড়ি পুরোটাই ব্রাজিলের রঙে রাঙিয়েছেন। বিষয়টি বেশ আলোড়ন তুলেছে। টুটুল ২০১০ সালের বিশ্বকাপের সময় প্রথম ব্রাজিল বাড়ি সাজিয়েছিলেন। সে সময় তার বাড়িটি ছিল দোতলা।

তাঁর বাড়ির আশেপাশে ব্রাজিল বিরোধী প্রচুর রয়েছে। গতবার বিশ্বকাপে নাকি টুটুলের বাড়ির কাঁচে ঢিঁল ছুড়ে ভেঙে ফেলা হয়, হামলাও হয়। এবার তাই ৬ তলা বাড়ি করেছেন লাগিয়েছেন সিসি ক্যামেরা। আর বাড়ির নাম দিয়েছেন ব্রাজিল বাড়ি। একনজর বাড়িটি দেখার জন্য প্রতিদিন অনেকেই ভিড় জমাচ্ছে। একইসাথে ব্রাজিল ভক্তদের উৎসাহও বাড়ছে বলে জানা গেছে।

add-content

আরও খবর

পঠিত