নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লায় পৃথক বাড়ি থেকে দুই নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মধ্যে উপজেলার তল্লা এলাকার কাঠ ব্যবসায়ী আলাউদ্দিনের স্ত্রী আমেনা বেগমের (৪৫) রহস্যজক মৃত্যু। অপর দিকে তুষারধারা আবাসিক এলাকার রিকশাচালক রফিকুল ইসলাম তার স্ত্রী রাজিয়া আক্তারকে (২৪) শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
সোমবার দুপুরে লাশ দুটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ফতুল্লাা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, তল্লা এলাকার নিজ বাসা থেকে কাঠ ব্যবসায়ী আলাউদ্দিনের স্ত্রী আমেনা বেগমের (৪৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। পরিবারের পক্ষ থেকে আমেনা বেগমকে মানসিক রোগী দাবি করা হয়েছে।
তিনি জানান, একই সময় ফতুল্লার তুষারধারা আবাসিক এলাকার দিলরুবা বাড়ির ভাড়াটিয়া রিকশাচালক রফিকুল ইসলাম পারিবারিক কলহের জের ধরে সোমবার সকালে, তার স্ত্রী রাজিয়া আক্তারকে (২৪) শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ খাটের নিচে রেখে তার ভায়রা রুবেলকে ফোন করে মৃত্যুও সংবাদ দেয়। তারা ওই বাসায় এসে লাশ শনাক্ত করে থানায় খবর দেয়।
দুটি ঘটনাই তদন্ত চলছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।