নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ে বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্ততিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের টের পেয়ে অপর ডাকাতরা পালিয়ে যায়। রবিবার (৬ জানুয়ারি) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা। গ্রেফতারকৃতরা হলো, মো. নোমান (২৪) ও আহসান উল্লাহ (২৭)। ধৃত ডাকাত মো. নোমান উপজেলার শম্ভুপুরা ইউপি এর মুগারচর গ্রামের মিছির আলীর ছেলে ও আহসান উল্লাহ মোগড়াপারা ইউপি এর নান আলাপদী গ্রামের আমিনুল ইসলামের ছেলে। এঘটনায় সোনারগাঁ থানায় ডাকাতির মামলা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, উপজেলার মোগড়াপারা ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকায় শনিবার রাতে ৮-১০ জনের একটি ডাকাতদল বিভিন্ন যাত্রীবাহী যানবাহনের গতিরোধ করে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। রাতের অন্ধকারে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতি করে থাকে। সম্প্রতি ওই এলাকায় বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। দুষ্কৃতিকারী ডাকাতরা বিভিন্ন যানবাহনের যাত্রীদের মারধর, ছুরিকাঘাত ও গাড়ি ভাঙচুর করে টাকা পয়সা লুট করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোমান ও আহসানউল্লাহকে গ্রেফতার করা হয়। অপর ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ডাকাতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতির কথা স্বীকার করেন। বিশেষ করে শীত মৌসুমে গভীর রাতে যানবাহনে হানা দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।