নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে প্রবাসীর স্ত্রী তানিয়া হত্যা মামলার প্রধান আসামী মো: ইকবাল হোসেন(৩৫) কে ৪ দিনের রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করলে আসামী নিজে ঘটনা সংক্রান্তে সেচ্ছায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তি মুলক জবানবন্ধী প্রদান করেছে। গত বৃহস্পতিবার দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হলে এ স্বীকারোক্তি মুলক জবানবন্ধী প্রদান করেন। যার মামলা নং- ৬২(১২)১৭।
জানা গেছে, বন্দরের চৌধুরী বাড়ী এলাকার নূর হোসেন জীবীকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসে জীবন যাপন করে আসচ্ছে। তাদের সংসারে নুসরাত (১০) ও নিসাত (৩) নামে ২টি কন্যা সন্তান রয়েছে। স্বামী প্রবাসে থাকায় এ সুযোগে প্রবাসীর স্ত্রী তানিয়া বেগম বন্দরের সালেহনগর এলাকার মৃত ইসহাক খানের লম্পট ছেলে ইকবাল হোসেনের সঙ্গে পরকীয়া সর্ম্পকে জড়িয়ে পড়ে।
টাকা পয়সা দেওয়া নেওয়া নিয়ে সম্প্রতি উভয়ের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এর ধারাবাহিকতায় গত শনিবার দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই রাতে তানিয়াকে শ্বাস রোধ করে হত্যা করা হয়। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই অজয় কুমার পাল জানিয়েছে, পুলিশ রিমান্ড শেষে আসামীকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আসামী সেচ্ছায় স্বীকারোক্তিমুলক জবানবন্ধী প্রদান করেছে।