নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা বৃহত্তর মাসদাইর যুবলীগ নেতা মিজনুর রহমান মিজান। গতকাল রাতে এক ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে তিনি জানান, আমাদের জননেত্রীর কারণে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। ইতমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্ব আগামীতে আমাদের সুন্দর বাংলাদেশ দেখবে নতুন প্রজন্ম। তাই এই ধারাবাহিকতা বজয় রাখতে শেখ হাসিনার বিকল্প নাই। আমি জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।