নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে নুরানী তালীমুল কুরআন মাদ্রাসার ১ম শ্রেণীর শিক্ষার্থী তাওহিদ (৫)কে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে অত্র মাদ্রাসার শিক্ষক ওবায়দুলের বিরুদ্ধে। সোমবার সকাল ১০টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নস্থ নিশং এলাকায় নির্মম এ ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে নানা বাড়ী শুভকরদীতে রেখে প্রাথমিক চিকিৎসা প্রদান করছে তার আত্মীয় স্বজনরা।
জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নস্থ মহনপুর এলাকার দুবাই প্রবাসী মোসলেউদ্দিন মিয়ার ছেলে ক্ষুদে শিক্ষার্থী তাওহিদ নিশং নুরানী তালীমুল কুরআন মাদ্রাসার ১ম শ্রেণীতে লেখাপড়া করে আসছে। সোমবার সকাল ১০টায় শিক্ষার্থী তাওহিদ ক্লাশে পড়া না পাড়ায় কান্ডজ্ঞানহীন শিক্ষক ওবায়দুল ক্ষিপ্ত হয়ে ডাষ্টার দিয়ে পিঠে ১৪টি আঘাত করে নিলা ফুলা জখম করে।
পাষন্ড শিক্ষকের ভয়ে ওই সময় শিক্ষার্থী ক্লাশ রুমে মুত্র ত্যাগ করে দেয়। সংবাদ পেয়ে শিক্ষার্থী আত্মীয় স্বজনরা দ্রুত মাদ্রাসায় এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। বর্তমানে সে শুভকরদীস্থ নানা মঞ্জুর হোসেনের বাড়ীতে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, ইতি পূর্বে বদমেজাজী শিক্ষক ওবায়দুল আরো ৫টি শিশুকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। এলাকাবাসী শিক্ষার্থী নির্যাতনের ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানিয়েছে।
নুরানী তালীমুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল নজরুল ইসলাম জানান, শিক্ষার্থী তাওহিদের নির্যাতনের ঘটনাটি দু:খ জনক। এই ঘটনার পর থেকে শিক্ষক ওবায়দুল পলাতক রয়েছে। আমরা তার বিরোদ্ধে ব্যবস্থা গ্রহন করছি।