পশ্চিম দেওভোগ বেপারী মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার  ) : প্রতি বৎসরের ন্যায় এবারও হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (র:) এর বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে পশ্চিম দেওভোগ বেপারী মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ  শনিবার বাদ এশা বেপারী মার্কেটের দোতলায় পলাশ বেপারীর সার্বিক তত্ত্বাবধায়নে এই দোয়ার আয়োজন করা হয়।

দোয়ায় উপস্থিত ছিলেন, বাইতুল নূর জামে মসজিদের মোতায়াল্লী আলহাজ্ব আহাম্মদ  আলী বেপারী। মসজিদের মোয়াজ্জেন মাওলানা কামাল হোসেন, খাদেম আনোয়ার হোসেন, এলাকার মুরুব্বী খবির উদ্দিন সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

দোয়ার পূর্বে মহান আল্লাহ্  ও নবীজীর শানে দূরূদ পাঠ করে সকল অলি-আউলিয়া সহ এলাকার প্রয়াত ব্যাক্তিসহ সকল কবরবাসীদের বিদেহী আত্মার মাগফেরাত ও  করোনা ভাইরাস থেকে বাংলাদেশের জনগনসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। ওই দোয়া মাহফিলটি পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মো: সাজ্জাদ হোসেন।

add-content

আরও খবর

পঠিত