নয়ামাটিতে ফারিয়া গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নগরীর নয়ামাটি এলাকায় ফারিয়া গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ডে বিপুল পরিমান কাপড় ও মেশিন পুড়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

অগ্নিকান্ডের ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মো. বেলাল জানান, সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে ঘটনা স্থলে যাই এবং প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসময় আমাদের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে বিপুল পরিমানে কাপড় এবং মেশিন পুড়ে গেছে বলে জানান তিনি।

add-content

আরও খবর

পঠিত