নেতৃত্ব সংকটে ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি : জি এম কাদের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় পার্টি গত ৩০ বছর ধরে অনেক নির্যাতন-নিপীড়ন সহ্য করে টিকে আছে। জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় দল। সামনের দিকে এই পার্টির অনেক ভবিষ্যৎ রয়েছে। আর বিএনপির সংগঠন ও সমর্থন থাকলেও নেতৃত্ব সংকটের কারণে ঘুরে দাঁড়াতে পারছে না। তাই তাদের সম্ভাবনা নেই। যে কারণে মানুষ জাতীয় পার্টিকে বেছে নিয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেক উন্নয়নের ফিরিস্তি তুলে ধরতে পারে। কিন্তু মানুষ উন্নয়নের চেয়ে অপকর্মের কথাই বেশি মনে রাখে। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক অপকর্মে জড়িয়ে পড়েছে।

জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু বলেন, জাতীয় পার্টির আমলে দেশে সন্ত্রাস ছিল না। বর্তমানে দেশে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছি। সরকার আমাদের দাবির প্রেক্ষিতে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করে আইন করেছে। দেশ হত্যাকাণ্ডের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আইন রয়েছে। কিন্তু বাংলাদেশে হত্যাকাণ্ড কমছে। বিচার ঝুলে থাকার কারণে হত্যা বন্ধ হয়নি। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আইনে থাকলে হবে না, বিচার ব্যবস্থার মাধ্যমে সেটি দ্রুত কার্যকর করতে হবে।

সোনারগাঁ উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন, সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান, সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত, জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবালসহ অনেকে।

add-content

আরও খবর

পঠিত