নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা পৃথক চারটি মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। রবিবার (০৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ চারজনের সাক্ষ্যগ্রহণ করেন। একই সঙ্গে চলতি বছরের ২২ এপ্রিল সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন আদালত।
সকালে চার মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য নূর হোসেনকে কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে পুনরায় তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. সালাহ উদ্দীন সুইট বলেন, আদালতে নূর হোসেনের অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ আটটি মামলা বিচারাধীন। এর মধ্যে রবিবার দুটি চাঁদাবাজি, একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলায় মোট চারজনের সাক্ষ্যগ্রহণ করেন বিচারক।