নির্বাচনে যেতে বেগম জিয়ার ৬ শর্ত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ডেস্ক রির্পোট) : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ছয় শর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেই সঙ্গে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনাও দিয়েছেন তিনি।রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আজ শনিবার দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভায় একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি শর্তগুলো তুলে ধরেন।

নির্বাচনে অংশ নিতে সাবেক প্রধানমন্ত্রীর দেওয়া শর্তগুলো হলো:

১। ভোট হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে;
২। জনগণকে ভোটকেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি করে দিতে হবে;
৩। ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে;
৪। নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে;
৫। ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে, সেনাবাহিনী মোবাইল ফোর্স হিসেবে কাজ করবে;
৬। ইভিএম/ডিভিএম ব্যবহার করা যাবে না।

সভায় ছয় শর্ত দেওয়ার পর খালেদা জিয়া নির্বাহী কমিটির সদস্যদের কাছে জানতে চান তারা এর সঙ্গে একমত কি না। এ সময় নির্বাহী কমিটির সদস্যরা উচ্চ স্বরে বলেন একমত।

খালেদা জিয়ার বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করা হবে। এর পাঁচদিন আগে শনিবার দলের জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা ডেকে বিএনপি নেত্রী দাবি করেন, তার কোনো অপরাধ নেই, গায়ের জোরে বিচার করছে সরকার।

আদালত স্বাধীনভাবে রায় দিতে পারছে না অভিযোগ করে খালেদা জিয়া বলেন, সরকারের কথার বাইরে, ভাবনা চিন্তা যাই থাকুক না কেন, তারা বুঝতে পারছে যে এটা সঠিক নয়, কিন্তু সঠিক রায় দেয়ার ক্ষমতাটা তাদের নেই।

বিএনপি নেত্রী বলেন, দেশের নিম্ন আদালত যে সরকারের কব্জায়, তা সর্বোচ্চ আদালতও বলছে। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সত্যি কথা বলায় সরকার তাকে দেশের বাইরে যেতে এবং পদত্যাগ করতে বাধ্য করেছে বলেও অভিযোগ করেন তিনি।

add-content

আরও খবর

পঠিত