নির্বাচনী প্রচারণা নয়, ইসলামের প্রচারণায় ব্যস্ত পিরোজপুরের মান্নান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদ দাতা )  : সোনারগাঁয়ের ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আগামী নির্বাচনকে সামনে রেখে চলছে প্রতি ইউনিয়নে চলছে একাধিক চেয়ারম্যান ও মেম্বার পদ প্রার্থীদের নির্বাচনী প্রচারণা।

চারদিকে যখন সকল ইউপি সদস্য ও চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনে ব্যস্ত তখনই ব্যতিক্রমী ইসলামী প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছে পিরোজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল মান্নান।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েক মাস ধরেই ইউপি সদস্য আব্দুল মান্নান ইসলামিক চিন্তা চেতনায় এলাকাবাসীর সেবায় কাজ করে যাচ্ছে।

দিনে-রাতে কাজ করে যাচ্ছে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টায় । প্রতিদিনই এলাকাবাসীকে সাথে নিয়ে দিচ্ছে ইসলামের দাওয়াত।  যুবসমাজকে ইসলামী চিন্তা চেতনায় ও আল্লাহর পথে অগ্রসর করার জন্য কাজ করে যাচ্ছে ব্যাতিক্রমী প্রক্রিয়ার।  গ্রামের প্রবেশ পথ থেকে শুরু করে শেষ পর্যন্ত  নিজ অর্থায়নে আল্লাহর রহমতের নামের ফেস্টুন লাগিয়ে দিয়েছেন যেনো একবার হলেও এলাকাবাসী এই রহমতের বাক্যগুলো পড়ে। এছাড়াও জানা গেছে, মান্নান মেম্বারের দুই ছেলে বর্তমানে মাদ্রাসায় হেফজ বিভাগে অধ্যয়নরত আছে।

এই নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মান্নান মেম্বার বলেন, কোনো উদ্দেশ্যে আমি এ কাজ করছি না।  আল্লাহকে রাজি খুশি করে নাজাতের উছিলায় আমি এ কাজ করছি।  নির্বাচনী প্রচারণা নয়, ইসলামিক চেতনায় আমি এলাকাবাসীর সেবা করতে চাই যদি আমার এলাকাবাসী পুনরায় চায়। জয় পরাজয় আল্লাহর হাতে আল্লাহ চেয়েছেন বলেই আমি এতোদিন এলাকাবাসীর সেবা করতে পেরেছি। এ সেবা সবাই করতে পারে না। তাই আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমি মেম্বার হই বা না হই আজীবন  সেবা করে যাবো। যতদিন বেঁচে আছি ইনশা আল্লাহ, আল্লাহ দেয়া জান মালের সঠিক ও উত্তম ব্যবহার করে যাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেনো আমার দুই ছেলেকে সৎ এবং ঈমানদার আলেম হিসেবে প্রতিষ্ঠিত করে সমাজের সেবায় তাদের নিয়োজিত করতে পারি।

add-content

আরও খবর

পঠিত