নিজ ওয়ার্ডের ৩৬০০টি পরিবারকে খাদ্য সামগ্রী পৌছে দিলেন কাউন্সিলর খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব রক্ষা করে ৩৬০০ টি পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে গত ১৩ দিনে নাসিক ১৩নং ওয়ার্ডের বৃহত্তর মাসদাইর, জামতলা, চাষাড়া রেল লাইন বস্তি, উত্তর কুমুদিনী বাগান, দক্ষিণ কুমুদিনী বাগান, মুচিপাড়া, ডি.এন রোড, ও গলাচিপা রুপারবাড়ীর মোড় এলাকায় খাদ্য সামগ্রী পৌছে দেন তিনি।

এর মধ্যে জেলা প্রশাসক থেকে ২০০, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে ১৬৫০ ও ব্যক্তিগত উদ্যোগে সামর্থ্যবান ব্যক্তিদের কাছ থেকে সংগৃহিত ১৭৫০। এ নিয়ে মোট ৩৬০০ টি পরিবারকে খাদ্য উপহার দেয়া হয়।

কাউন্সিলর খোরশেদ বলেন, আমরা ভোটার আইডি কার্ড দেখে খাদ্য সামগ্রী দিচ্ছি না, আমরা ওয়ার্ডের প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে নিম্নবৃত্ত পরিবার দেখে দিচ্ছি। সবাই ধ্যর্য ধরুন, বাড়ীতে থাকুন। পর্যায়ক্রমে ওয়ার্ডের বাকী এলাকার পরিবারকে সরকারী, সিটি কর্পোরেশন ও নিজ উদ্যেগে সংগৃহিত খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দেয়া হবে ইনশাল্লাহ। এছাড়াও বিভিন্ন টেলিফোনে তাদের চাহিদার কথা জানালে ইতি মধ্যে ১৩০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার পৌছে দেয়া হয়েছে।

বিতরণকালে কাউন্সিলর খোরশেদের সাথে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রকৌশলী মশিউর রহমান, নাজমুল কবির নাহিদ, জয়নাল আবেদীন, রিটন দে, শওকত খন্দকার, লিটন হাওলাদার, শিহাব অপু, রানা মুন্সি, মো. শহিদ, মাসুদ, বাবু, প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত