নিজেদের মধ্যে দলাদলী নয় আসুন আমরা মুজিব আদর্শে গড়ে উঠি : সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ ৫ সদর বন্দর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমান বলেছেন, আমরা এখন সবকিছু জয় করতে পেরেছি। মহাকাশে স্যাটেলাইট থেকে সমুদ্রে সাবমেরিন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশ স্বনির্ভর। তাই আমরা শোককে শোক নয় শক্তিতে রুপান্তরিত করব। নিজেদের মধ্যে কোন দলাদলী না করে আসুন আমরা মুজিব আদর্শে নিজেদের গড়ে তুলি।

বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ পৌরসভা মোড়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি সংসদ সদস্য হওয়ার পরে খুবই পরিশ্রম করেছি। আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখনও দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। ইতিমধ্যেই আমি বন্দরের ৭টি ইউনিয়নে ৭টি স্কুল গড়তে পেরেছি। যার মধ্যে ৩টা আমার পরিবারের নামে ও ৩টা বঙ্গবন্ধুর পরিবারের নামে। আগামী নির্বাচনে আমরা কে সংসদ সদস্য হই সেটা কিন্তু বড় বিষয় নয়। নির্বাচন যেই করুক নির্দেশনা একজনই দিবেন। মার্কাও একজনই দিবেন। সে হচ্ছে একটা মানুষ জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত।

মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর তথা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধাণ।

দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী, সরকারী কদম রসুল কলেজ গভর্নিং বডির সভাপতি শিরিন, বন্দর থানা অফিসার ইনচার্জ একেএম শাহীন মন্ডল, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি চন্দনশীল, সরকারী কদম রসুল কলেজের প্রিন্সিপাল মাহাতাব উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর হোসেন, বন্দর থানা আওয়ামীলীগ নেতা শাহজাহান মোল্লা, বন্দর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি পলাশ, যুগ্ম সম্পাদক রকিবুল হাসান জয়, সাংগঠনিক সম্পাদক রানা প্রধাণ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রেসিন, সহ প্রচার সম্পাদক উজ্জল চন্দ্র দে,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধাণ, ধামগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ, ২১নং ওয়ার্ড যুবলীগনেতা সামসুল হাসান, ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা উজ্জল দাস, সাঈদ প্রমূখ।

পরিশেষে জাতির জনক মুক্তিযুদ্ধের মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্বার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পাঠ করা হয়।

add-content

আরও খবর

পঠিত