নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : ফতুল্লা নাগবাড়ী নাগ মহাশয় আশ্রম কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ হাইকোর্ট বিচারপতি সৌমেন্দ্র সরকার। ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে পূজার প্রস্তুতি উপলক্ষে তিনি বাড়ি আশ্রম কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ সাহা, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী, নাগবাড়ী আশ্রম কেন্দ্রের কমিটির সভাপতি সরোজ কুমার সাহা, সাধারণ সম্পাদক তারাপদ আচার্য, বাংলাদেশ হিন্দু সংস্কৃতির বিষয়ক সম্পাদক কমলেশ সাহা, বাসুদেব চক্রবর্তী, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শ্বিপন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি লিটন চন্দ্র পাল এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।