নারায়ণগঞ্জ বার্তা ২৪ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে মহাজোট প্রার্থী লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীকে বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নারায়ণগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মহাজোটের প্রার্থী ১১৮টি কেন্দ্রে লিয়াকত হোসনে খোকা লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৪৭ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৬৭ জন। তারমধ্যে মহিলা ভোটার ১ লাখ ৪৭ হাজার ১৭০ এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৭০২ জন।
উৎসব মুখর পরিবেশে ভোট প্রহণ সম্পূর্ণ হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট উৎসবে ভোট অংশ নেন। ৩০ ডিসেম্বর রবিবার দুপুরে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রের সামনে মহাজোট প্রার্থী লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সোনারগাঁওবাসী যে মহাজোটকে স্বত:স্ফুর্তভাবে ভোট দিয়ে দেশের উন্নয়ণ ধারাকে অগ্রযাত্রায় ভূমিকা রেখেছে তাতে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। ভোটারা স্বাধীনভাবে তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিচ্ছেন। ভোট দেয়ার ক্ষেত্রে ভোটারদের কোনও ধরনের ভয়-ভীতি লক্ষ করা হয়নি। এবার সোনারগাঁওয়ে ভোটার সংখ্যা ৩,০৩,৮৭২, ভোট। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫৬,৭০২ জন এবং নারী ভোটার ১,৪৭,১৭০ জন।
অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওসহ কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশেষ করে সংখ্যালঘু সম্পদায় নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রয়োগ করেছেন।