নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত আরো ৯ জন। জেলায় নতুন করে আর কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি । এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১২৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮২০ জন। জেলায় আক্রান্তের অধিকাংশ সুস্থ হয়েছেন। তবে গত ২৪ ঘন্টায় নতুন করে আর সুস্থ্যতা সংখ্যা নেই। মোট সুস্থ হয়ে ফিরেছেন ৫ হাজার ৩৮২ জন। ২৬ জুলাই রবিবার সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রে আরো জানায়, জেলায় এই পর্যন্ত মোট ৩০ হাজার ৯৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি এলাকায় ৪ জন নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২ জন এবং সোনারগাঁ উপজেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে আরও ৩ জন । তবে গত ২৪ ঘন্টায় আড়াইহাজার উপজেলা, বন্দর উপজেলায় ও রুপগঞ্জ উপজেলায় নতুন করে নমুনা সংগ্রহ করা হয়নি ।
এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৭, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৩, সোনারগাঁও উপজেলায় ১৮ জন। পুরো জেলায় ১২৫ জন।