না.গঞ্জে ১ দিনে শনাক্ত সংখ্যা বেড়ে ১৩৭ জন, মোট মৃত্যু ১৭১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সারা বিশ্বের ন্যায় করোনা মহামারীর দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আবার করোনা রোগী শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭ জন। এটি এখন পর্যন্ত ১ দিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড। তবে নতুন করে কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা বিদ্যমান মোট ১৭১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২ শত ৮৫ জন। এ সময়ে সুস্থ ৩২ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ১ শত ৮ জন। ৩ই এপ্রিল শনিবার জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, ২রা এপ্রিল শুক্রবার সকাল ৮ টা থেকে ৩ই এপ্রিল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ৪০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলায় ১১ জন, বন্দর উপজেলায় ১০ জন, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৩৫ জন, রূপগঞ্জ উপজেলায় ৪৮ জন, সদর এলাকায় ১৯ জন এবং সোনারগাঁ উপজেলায় ১৪ জন। জেলায় এই পর্যন্ত মোট ৮৭ হাজার ৪ শত ৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৭, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৯০, রূপগঞ্জ উপজেলায় ১২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৮, সোনারগাঁও উপজেলায় ৩০ জন। মোট মৃত্যু ১৭১ জন।

add-content

আরও খবর

পঠিত