নাসিম ওসমানের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতেই এমপি হয়েছি : সেলিম ওসমান

নারায়ণগহ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নেলিম ওসমান বলেছেন, আমি কখনোই সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখি নাই। আপনারাই আমাকে সংসদ সদস্য বানিয়েছেন। আমার ভাই নাসিম ওসমানের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতেই আমি এমপি হয়েছি। আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ। আমি এসেছি আপনাদের গোলামী করতে। আমি আপনাদের কাছে নাসিম ওসমানের আত্বার মাগফেরাত কামনা করছি। দোয়া করবেন আমার ভাই যেন জান্নাতবাসী হয়। মঙ্গলবার সকাল ১১টায় বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী দড়ি সোনাকান্দাস্থ হেভেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, উন্নয়নের কোন দল নাই। যার প্রমান দেখিয়ে দিয়েছে ছোট ছোট শিশু শিক্ষার্থীরা। মাননীয় প্রধাণমন্ত্রী এত অল্প সময়ের মধ্যেই তাদের সব যৌক্তিক দাবী মেনে নিয়েছে এবং বাস্তবায়ণও হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মরাই দেখিয়ে দিয়েছে কিভাবে নিয়মে চলতে হয়। আর নিয়মে চললে উন্নয়ণ অবশ্যাম্ভাবী। আর বাংলাদেশে এত স্বল্প সময়ে পরিবহণ আইন এত দ্রুত পাশ হয় আমি কখনো দেখিনি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধাণমন্ত্রীর বিচক্ষনতার কারনেই এটা সম্ভব হয়েছে।

তিনি বলেন, এই বন্দরে সম্ভবনাময় সবই হবে। শিল্পায়ণ হবে, শান্তির চড় হবে, নাসিম ওসমান ব্রীজ হবে, নবীগঞ্জ ফেরীঘাটও হবে ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হই বা না হই যতক্ষন বেচে আছি বন্দরের প্রত্যেক স্কুলে উন্নয়ণ করব। এই সোনাকান্দা স্কুল আর ঝরাজীর্ণ নয় অচিরেই ৬তলা ভবন হবে। ১০লক্ষ টাকা দিয়ে এই এলাকার পানির সাময়িক সমস্যা সমাধাণ করব। আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য। আওয়ামীলীগের মানুষ, জাতীয় পার্টির মানুষ,বিএনপির মানুষ আপনাদের ঘরে ঘরে যাবে। আপনারাই নির্ধারণ করবেন আমি নির্বাচন করার উপযুক্ত কি না। আমাকে ভোট দেয়া উচিৎ কি না। আপনাদের নমিনেশনই আমার মার্কা। জনগনের দোয়াই আমার মার্কা।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক কাজী নুসরাত ইয়াসমিন। বিদ্যালয় পরিচালনা পরিষদের অন্যতম সদস্য সহিদুল হাসান মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহান ভাষা সৈনিক আহসানউল্লাহ মৃধা,মহান ভাষা সৈনিক আলহাজ্ব এম এ আসগর, দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক হাবিবুর রহমান বাদল বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী, বন্দর থানার অফিসার ইনচার্জ একেএম শাহিন মন্ডল, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আবুল জাহের, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক রোটারিয়ান মো. নূর হোসেন, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর তথা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সস্পাদক সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রর্ধাণ, সাংগঠনিক সম্পাদক রানা প্রধাণ, ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হোসেন নূর, কামরুল হাসান মুন্না, সোনাকান্দা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আহাম্মদ আলী, ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত