নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বন্দরের নাসিক ২৭নং ওয়ার্ড এর হরিপুর-বঙ্গশাসন সহ আশেপাশের এলাকায় স্থানীয় আহাম্মদ আলীর ছেলে শরীফ নামে এক মাদক ব্যবসায়ীর মাদকের বাণিজ্য ও চাঁদাবাজীর কারণে জনসাধারণ অতীষ্ট হয়ে গেছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী অভিযোগ করে বলেন, শরীফ জামায়াতের সক্রিয় কর্মী কিন্তু বর্তমানে বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা বলে দাবী করে যাচ্ছে। মাদকের ব্যবসায়ী হওয়ায় কয়েকবার প্রশাসনের হাতে ধরা পড়লেও জামিনে বেরিয়ে বারংবার ঐ একই ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে মরণনেশা মাদকে স্থানীয় যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তাছাড়া স্থানীয় পারটেক্স এর কারখানার উচ্ছিষ্ট ও হরিপুর ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে স্থাপনা নির্মাণকাজে ব্যবহৃত পাথর ও বালু পরিবহনে নিযুক্ত ট্রাক থেকে চাঁদাবাজির কারণে স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষোভ প্রকাশ করেছেন।
বন্দর থানায় শরীফের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজী ও হত্যাচেষ্টার কয়েকটি মামলা থাকলেও তার চাঁচা বন্দর থানা যুবদল নেতা বালু মনিরের শেল্টারে সে বীরদর্পে মাদক ও চাঁদাবাজীর কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। শরিফের বিষয়ে বন্দর থানার নিরব ভূমিকায় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার এই মাদক বাণিজ্য ও চাঁদাবাজী থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্দ্ধতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে শরিফের মুঠোফোনে তার ব্যবহৃত নাম্বারে কল দিয়ে তার বিরুদ্ধে অভিযোগগুলি জানালে বিভিন্ন কৌশল অবলম্বন করে এড়িয়ে যান। পরবর্তিতে সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়।