নাসিকের রাস্তা নির্মাণ কাজে বিআইডব্লিউটিএর বাধা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে বিআইডব্লিউটিএ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মধ্যে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। ৯ই আগস্ট বুধবার সকালে নদীর পাড় দিয়ে সিটি করপোরেশনের রাস্তা নির্মাণে বাধা দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডোর মোজাম্মেল হক। বন্দরের রূপালী এলাকায় নদী রক্ষা পিলার পুর্নস্থাপন কাজের উদ্বোধন করতে এসে তিনি সিটি করপোরেশনের কাজ বন্ধ করে দেন।

এ সময় তিনি বলেন, শীতলক্ষ্যা নদীর সীমানা পিলার স্থাপনে প্রায় সাড়ে ৪শত পিলার নিয়ে বির্তক রয়েছে। এ সকল পিলারগুলি সঠিক ভাবে সীমানা মতো হয়নি। তাই সরকারের নদীরক্ষা ট্রাক্সফোর্সের সিধান্ত মোতাবেক পুনরায় নদীর সীমানা মাপঝোপ করে সীমানা পিলার পুনঃস্থাপন করা হবে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক নদী রক্ষার জন্য ওয়াকওয়ে, ৫০ ফুট সবুজ বনায়ন তার পরে যদি রাস্তা হয় তা হবে। তবে সিএস মোতাবেক নদীর পাড় থেকে ৩শত ফুট উপর পর্যন্ত বিআইডব্লিউটিএ-র জায়গা। সিটি করপোরেশন কোন অনুমতি ছাড়াই বিআইডব্লিউটিএর জমিতে রাস্তা নির্মাণ করছে।

এ সময় তার সাথে ছিলেন নারায়ণগঞ্জ নদী বন্দরের পরিচালক আরিফুজ্জামান, উপ পরিচালক শহীদুল্লাহ, নির্বাহী প্রকৌশলী এনামুল হক মোল্লা।

এ ব্যপারে সিটি করপোরেশনর প্রধান নির্বাহীর সাথে ফোনে আলাপ করলে তিনি বলেন, আর এস মোতাবেক যে স্থান দিয়ে রাস্তা নির্মাণ হচ্ছে তা সিটি করপোরেশনের নিজস্ব জায়গা। বিআইডব্লিউটিএ বাধা দিলেও আমরা আমাদের জায়গা দিয়ে কাজ করে যাব। যেহেতু সিটি করপোরেশনের কাজও সরকারী ও বিআইডব্লিউটিএও সরকারি। আমাদের মেয়র বিষয়টি নিয়ে তাদের সাথে আলাপ করবেন।

add-content

আরও খবর

পঠিত