নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বালু ব্যবসায়ী চাঁন মিয়া কর্তৃক সিটি করর্পোরেশনের জয়াগা দখলের ঘটনায় প্রকাশিত সংবাদে বন্দরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সংবাদ প্রকাশের পর প্রভাবশালী চাঁন মিয়ার তার আলিশান বাড়ী রক্ষার্থে ইতিমধ্যে তিনি বিভিন্ন স্থানে দৌড়যাপ শুরু করেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়ম নিতি অনুসরন না করে প্রভাবশালী চাঁন মিয়া ক্ষমতা অপব্যবহার করে ২২ নং ওয়ার্ডের বন্দর কবরস্থান রোডে সিটি কর্পোরেশনের ১২ ফুট জায়গা অবৈধ ভাবে দখল করে আলিশান বাড়ী র্নিমান করে। ১২ ফুট জায়গা দখল করে রাখার কারনে বন্দর কবরস্থান রোডে প্রস্তাাবিত ৪২ ফুট রাস্তা ও আর সিসি ড্রেন র্নিমানকাজে মারতœক ভাবে বেঘাত সৃষ্টি হয়। ভূমিদৎসু চাঁন মিয়া কর্তৃক সিটি কর্পোরেশন ১২ফুট জায়গা দখল করে রাখার ঘটনায় র্তীব্র নিন্দা জানিয়েছে সচেতন মহল।
বিভিন্ন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী বন্দরবাসীর যাতায়েতের জন্য ২২নং ওয়ার্ড বন্দর কবরস্থান রোডে ৪২ ফুট রাস্তা ও আর সিসি ড্রেন নির্মানের উদ্যোগ গ্রহন করে। সে লক্ষে ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধান কবরস্থান রোডের দুই পাশের বাড়ীর মালিকেদের সবিনয় অনুরোধ করে রাস্তা র্নিমানের জন্য জায়গা নেয়। এবং বাড়ীর মালিকরা সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাস্তা র্নিমানের জন্য তাদের জায়গা ছেড়ে দেয়।
তত সময়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষসহ স্থানীয় কাউন্সিলর সুলতান ও দুলাল প্রধানকে নিয়ে বন্দর কবরস্থান রোডে দুইপাশে সিমানা র্নিধারণ করে। রাস্তা ও ড্রেন র্নিমানের জন্য শতাধিক বাড়ীর মালিক তাদের বাড়ী ও দোকানপাট সরিয়ে নিলেও প্রভাবশালী চাঁন মিয়া অদৃশ্য ক্ষমতা বলে তা সরিয়ে নেয়নি। সে উল্টা সিটি কর্পোরেশনের জায়গা দখল করে রাখার কারনে রাস্তা ও ড্রেন র্নিমান কাজে মারতœক ভাবে বেঘাত সৃষ্টি করছে।
এ ব্যাপারে ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান আহাম্মেদের সাথে আলাপ কালে তিনি জানিয়েছে, চাঁন মিয়াকে তার অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হলেও এখন পর্যন্ত তিনি তা সরিয়ে নেননি। চাঁন মিয়া সিটি কর্পোরেশনের ১২ ফুট জায়গা দখল করার কারনে কবরস্থান রোড এলাকার উন্নয়নকে বাধাগ্রস্থ করে তুলছে। তার পরও সেখানে কাজ চলছে। আমি বলব এলাকার উন্নয়নের জন্য হিংসা পরিহার করে আপনিও সক্রিয় ভাবে উন্নয়ন কাজে আমাদের সাথে অংশ গ্রহন করুন।