নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা আতংকে নারায়ণগঞ্জ ইসলাম হার্ট সেন্টারে এক মূমূর্ষ রোগীকে চিকৎসা সেবা দেননি নারায়ণগঞ্জ ইসলাম হার্ট সেন্টার।অভিযোগ উঠেছে, কর্তব্যরত চিকিৎসককে অনুরোধ করার পরও রোগীকে চিকিৎসা সেবা দিতে তারা সরাসরি অপারগতা প্রকাশ করে। এমন অবস্থায় চিকিৎসকরে কাছে অসহায় হয়ে পড়ে স্বজনরা।
শুক্রবার (১৭ এপ্রিল ) এমন ঘটনায় প্রতক্ষ্য হয়ে বাস্তব চিত্র তুলে ধরে জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল জানিয়েছেন, কতটা অসহায় আমরা নারায়ণগঞ্জবাসী! একজন মুমূর্ষ রোগী নিয়ে ছুটে গেলাম ইসলাম হার্ট সেন্টারে। কর্তব্যরত চিকিৎসককে অনুরোধ করলাম রোগীকে চিকিৎসা প্রদানের জন্য। কিন্তু তারা সরাসরি অপারগতা প্রকাশ করে। রোগীর স্বজনদের করুণ আর্তনাদেও তাদের মন গলানো গেল না।
পিপিই পড়া সুরক্ষিত চিকিৎসককে বললাম, চিকিৎসা না দিতে পারলে অন্তত বলে দিন রোগী জীবিত আছে নাকি মারা গিয়েছে। কিন্তু রোগীকে স্পর্শ করতেই তিনি রাজি হলেন না। তারপর গেলাম নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রোগীকে দেখে মৃত ঘোষণা করেন।
যেখানে অনেক চিকিৎসক নিজেদের জীবন উৎসর্গ করছেন রোগীদের সেবায়, সেখানে এমন হৃদয়হীন চিকিৎসকও আছেন যারা সঠিকভাবে নিজেদের কর্তব্যটুকুও পালন করছেন না।