নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আকান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন ৪২ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৮৪ জন। নারায়ণগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে ৩৭ জনের। এপর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ্য হয়েছেন মাত্র ২৫ জন। নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে নারায়ণগঞ্জ জেলায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন ২৪ জনসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন ৫৩২ জন বলে নিশ্চিত করে আইইডিসিআর। আইইডিসিআর এর নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়।