নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টা হিসেবে একদিনেই সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৭জনের মৃত্যুর খবর পাওয়া গেল। মৃতদের মধ্যে ৬জনই রূপগঞ্জ উপজেলার বাসিন্দা, যাদের মধ্যে একজন ২৬ বছরের তরুণি রয়েছে। অপর আরেকজন সদর উপজেলার পাগলা দাপা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেছেন। এসময়ে নতুন করে আরও ১১৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৬৪৩ জন। জেলায় মোট সুস্থতার সংখ্যা ২১৬০ জন। রবিবার (২১ জুন) দুপুরে এই তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।
সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় অর্খাৎ শনিবার সকাল ৮টা থেকে রবিবার টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় নতুন করে নমুনা সংগ্রহ হয় ১৮জনের, এর মোট সংখ্যা ৬৪৫০ জন। সদর এলাকায় ৮৬জনের নমুনা সংগ্রহ হয়েছে, যার মোট সংখ্যা ৪৩৮৪ জন। এছাড়াও ঝুঁকিপূর্ণ রূপগঞ্জ উপজেলায় ১৩৪জনের সর্বোচ্চ নমুনা সংগ্রহ হয়,আর মোট সংখ্যা ৬৩৫৫ জন। তবে আড়াইহাজার উপজেলায় নতুন কোন নমুনা সংগ্রহ হয়নি, ফলে মোট ২০৮০জনই বিদ্যমান, সোনারগাঁ ২২জন, মোট ১৬৪৮ ও বন্দরে ২৫ জন, মোট ৯৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২১৮৯২ জনের।