নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে নতুন ১৫ জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। পুরাতন ৪২ জনের কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়। পরে তারা কোয়ারেন্টিন ছেড়েছেন। এখন জেলায় মোট কোয়ারেন্টিনে রয়েছেন ২১৩ জন। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, জেলায় নতুন করে কোনো আক্রান্ত নেই কিংবা কারো রক্তের নমুনাও সংগ্রহ করা হয়নি।
এর আগে জেলাটিতে নমুনা সংগ্রহের পর ৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে দুইজনকে চিহ্নিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। যারা ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরে ২৩ মার্চ জেলায় আরো একজন আক্রান্ত পাওয়া গেছে বলে জানিয়েছিলেন জেলা সিভিল সার্জন।