নারায়ণগঞ্জে লকডাউন বাস্তবায়নে স্থানীয়দের উদ্যোগ, বের হলেও আবদ্ধ !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : করোনা প্রার্দুভাবে ঝুঁকিতে রয়েছে নারায়ণগঞ্জ। তাই ইতমধ্যে জেলাটির বেশীরভাগ অংশই লকডাউন ঘোষনা করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। বের হলেই কঠোর ব্যবস্থা নেয়ারও হুশিয়ারী দিয়েছন জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম। তবে নানা বাহানায় এখনও কিছূ লোকের বাহিরে বের হওয়াটা যেন বেহায়াপনা স্বভাবে পরিণত হয়ে পড়েছে। তাই বিভিন্ন এলাকায় স্থানীয়রা স্বউদ্যোগে নিজে ও নিজ এলাকার সুরক্ষায় বাঁশ কিংবা রেল ক্রসিং এর লাইন ব্যবহার করে যান চলাচল ও বহিরাগতদের আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে করে ঘর থেকে অনেকেই ব্যক্তিগত বিশাল গাড়ি নিয়ে বের হলেও নিজ এলাকাতেই আবদ্ধ হয়ে পড়ায় বের হচ্ছে না অনেকেই।নারায়ণগঞ্জে লকডাউন বাস্তবায়নে স্থানীয়দের উদ্যোগ, বের হলেও আবদ্ধ!সরেজমিনে বিভন্নস্থান ঘুরে দেখা গেছে, করোনা সংক্রমণ রোধে শহরের আল্লামা ইকবাল রোড, গলাচিপা, মাসদাইর, খানপুর, জামতল সহ বিভিন্ন এলাকার অলিগলিতে বাঁশ দিয়ে ব্যারিকেট দিয়ে রাখা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও নিজেদের সুরক্ষা রাখতে, বহিরাগতদের আনাগোনা বন্ধ করে দেয়া হয়।নারায়ণগঞ্জে লকডাউন বাস্তবায়নে স্থানীয়দের উদ্যোগ, বের হলেও আবদ্ধ! এসব রাস্তা ব্যবহারের করার কারণ, মূল সড়ক দিয়ে বের হলে পুলিশ কিংবা ভ্রাম্যমাণ আদালতের সম্মূখীন হতে হয়। তাই স্থানীয় যুবকরা জানিয়েছেন তারা যেনো নিজ নিজ এলাকায় থাকে। এসব এলাকা দিয়ে আসলে আবার ফিরে যেতে হবে। কোথাও অবস্থান করা যাবে না অথবা যানবাহন নিয়ে আসা যাবে না। তবে জরুরী কারণে পরিবর্তন হবে এই নিষেধাজ্ঞা।

add-content

আরও খবর

পঠিত