নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের পরিবহনে বাস ভাড়া নিয়ন্ত্রণের জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৩ জুন) শহরের বিভিন্ন বাস কাউন্টারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মতিন খানের নেতৃত্বে এ অভিযান চলে। এসময় চাষাঢ়া, চাঁনমারি ও সাইনবোর্ডসহ কয়েকটি বাস কাউন্টার পরির্দশন করে জরিমানা সহ কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে যায়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মতিন খান জানান, করোনা পরিস্থিতিতে বিভিন্ন অনিয়ম ও স্বাস্থবিধি ভঙ্গকারীদের জন্য আজকের এ অভিযান। এসময়ে মাস্ক পরিধান না করা, সরকার নির্ধারিত আসন ব্যবস্থাপনা না মানা ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে আরোহন করায় সড়ক পরিবহন আইন- ২০১৮ ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী বিভিন্নজনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।