নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রথম বারের মতো সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে জাতীয় বীমা দিবস বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীরা উদযাপন করেন। এ উপলক্ষ্যে সকালে চাষাঢ়া শহীদ মিনার থেকে বর্নাঢ্য একটি র্যালি বের করে ৪৬টি বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও বীমা গ্রাহকবৃন্দ। র্যালি আয়োজনে ছিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
দেশে দ্রুত বিস্তার লাভ করছে জীবন বীমা। পাশাপাশি সাধারণ বীমার দিকেও মানুষ ঝুঁকছে। রবিবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারের সামনে বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মীরা নানা রঙ্গের ব্যানার ফেস্টুন নিয়ে এবং টি শার্ট গায়ে দিয়ে উপস্থিত হয়। এরপর তারা একটি র্যালি বের করে। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে বীমা কোম্পানীর কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
র্যালি সমাপ্তীর আগে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর নারায়ণগঞ্জ জোনাল অফিসের যুগ্ম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। এ দিনটিকে স্মরণ করে রাখতেই গত ১৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১ মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
তিনি আরো বলেন, উন্নত বিশ্বে জনগন জীবন বীমার ব্যাপারে খুবই সচেতন। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগনের মাঝে বীমার গুরুত্ব তুলে ধরতেই জীবন বীমাকে প্রাধান্য দিয়েছে।
এসময় ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর নারায়ণগঞ্জ জোনাল অফিসের যুগ্ম সহকারী ভাইস প্রেসিডেন্ট ইমতাজ উদ্দিন, ব্রাঞ্চ ম্যানেজার জয়তারা বেগম, ইউনিট ম্যানেজার শীলা মনি, সিআরএম রোকসানা প্রমুখ।