নারায়ণগঞ্জে জনসমাগম এড়িয়ে চলতে র‌্যাবের অনুরোধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। প্রতিদিন সংক্রমণের সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। আমাদের দেশে এরইমধ্যে ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক জন। আর তাই নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে মাঠে নেমেছে র‌্যাব-১১ এর সদস্যরা।

বৃহষ্পতিবার (১৯ মার্চ) রাত ৮টায় শহরের চাষাঢ়া শহীদ  মিনারসহ গোল চত্ত্বরের আশে-পাশে অতিরিক্ত সমাগম কমাতে মাঠে নামে র‌্যাবের বিশেষ টিম। এ সময় বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে দোকানপাট বন্ধ ও জন সমাগম কমাতে সকলকে অনুরোধ জানান।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন. এখন থেকে প্রয়োজন ব্যতিত কাউকে বাইরে অবস্থান করতে দেয়া হবে না। করোনার ঝুঁকিকালিন সময় কোন কাজ ছাড়া অযথা বাইরে ঘুরাঘুরি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত